মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও খাবারে ক্ষতিকর রং

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল রোববার চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন মো. রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চামেলি ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং সাওদা হাকিম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাশফি ঝাল বিতানে জিলাপিতে অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে আরো ৩৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই ডাকাত গ্রেপ্তার