চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত মেয়র কাপ অনূর্ধ্ব–১৬ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে মহিম স্মৃতি সংসদ ও পটিয়া ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল ১৬ জানুয়ারি বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মহিম স্মৃতি সংসদ ৯ উইকেটে সন্দ্বীপ ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের সাদমান এর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার সাফদার আলী। দিনের ২য় ম্যাচে পটিয়া ক্রিকেট অ্যাকাডেমি ৬ উইকেটে চট্টগ্রাম ইয়থ ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ সাইমনকে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার জিয়াউদ্দিন আহমেদ।