চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ইনফিনিটি ক্রিকেট একাডেমি ৪ রানে মিরসরাই উপজেলা কে এস একাডেমিকে পরাজিত করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলা বৃষ্টির জন্য খেলা ৮ ওভারে অনুষ্ঠিত হয়। ইনফিনিটি একাডেমি আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৫৭ রান করে। জবাবে মিরসরাই উপজেলা কে এস ক্রিকেট একাডেমি ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ ইনফিনিটি ক্রিকেট একাডেমির নাবিলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একাদশের সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ সোহেলুর রহমান প্রিন্টু। গতকালের দ্বিতীয় খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে এস এস ক্রিকেট একাডেমি এবং চট্টগ্রাম ইউথ ক্রিকেট একাডেমি প্রত্যেকে এক পয়েন্ট করে পায়।