মেয়র একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাদার্সের বিশাল জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব১৮ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট একাডেমি বড় জয় পেয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৭৭ রানের বিশাল ব্যবধানে পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে পোর্ট সিটি প্রথমে ব্রাদার্স একাডেমিকে ব্যাট করতে পাঠায়। ব্রাদার্স নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২২৬ রানের বড় স্কোর গড়ে তোলে। দলের ওপেনার মিফতাহুল আলম অয়ন ৪৪ বল খেলে সর্বোচ্চ ৬৯ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছক্কার মার। এছাড়া জুনাইদ হোসেন তামিম ২৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন। তিনি ৪টি চার এবং ২টি ছক্কা হাঁকান। অন্যদের মধ্যে সাদমান আল তাহসিন ১৫ বলে ২৮ রান করেন ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে। আকিবুল ইসলাম সানি ১৩ বল খেলে ১৭ রান করেন। সাইফুল্লাহ নূর ইয়াসির ১১ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৪০ রান। যার মধ্যে ওয়াইড ছিল ২৯টি। পোর্ট সিটির সৌরভ শীল ২৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। জাবেদুল ইসলাম ৩০ রান দিয়ে পান ২টি উইকেট। ১টি করে উইকেট নেন মারওয়ান চৌধুরী এবং তাসবিন হোসেন। জবাব দিতে নেমে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি সবাই মিলে অর্ধশত রানও করতে পারেনি। ১৫.৫ ওভার খেলে মাত্র ৪৯ রানে তারা গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ রান আসে ওপেনার সাকিবুল হাসানের ব্যাট থেকে। ১টি ছয়ের সাহায্যে সাকিব ১৪ রান করেন ২৩ বল খেলে। মারওয়ান চৌধুরী ১৬ বল খেলে ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। দলের আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ব্রাদার্স ক্রিকেট একাডেমির সাইফুল্লাহ নূর ১৩ রান দিয়ে ২টি এবং আরশাদুল হক মাত্র ৩ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন মিফতাহুল আলম,আবদুল্লাহ আবির এবং ফয়েজ আবরার। বেসিক ক্রিকেট একাডেমি এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের দিনের দ্বিতীয় খেলাটি বৃষ্টির কারণে শেষ করা যায়নি। বেসিক ক্রিকেট একাডেমির ইনিংস শেষ হলেও কোয়ালিটির ইনিংস শেষ করা যায়নি। ফলে দু’দলের প্রত্যেকে এক পয়েন্ট করে পাবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধএশিয়ান কারাতে প্রতিযোগিতায় দলনেতা শাহজাদা আলম