বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের নবনির্বাচিত ১২তম কমিটি গত ২৯ ডিসেম্বর সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, নগরের সৌন্দর্যবৃদ্ধি ও আধুনিক নগর বিনির্মাণ সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা হয় এবং এ সকল বিষয়ে চসিককে বাস্থই চট্টগ্রাম চ্যাপ্টার সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এসময় মেয়রকে স্মারক স্বরূপ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রকাশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।