চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। গত ২২ ডিসেম্বর সকাল ১১টায় কর্পোরেশন কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ২০০৯ সালে উচ্চ আদালত সমিতির পক্ষে যে রায় দিয়েছিল তা মেয়রকে লিখিত আকারে অবহিত করেন। এ ব্যাপারে মেয়র সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এবং সমিতির সদস্যদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিশ্চয় দাবি মেনে নেবেন। অচিরেই তিনি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দকে।
প্রসঙ্গক্রমে এ সময় মেয়র আরও বলেন, চট্টগ্রাম বন্দর আওয়ামী স্বৈরাচারীর দোসররা স্মাগ্লিং এর নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করেছে। বর্তমানে আমরা তা কখনো হতে দেব না। দেশের উন্নয়নের স্বার্থে বন্দরের উন্নয়ন করা অনস্বীকার্য। কারণ দেশের উন্নয়ন ও বন্দরের উন্নয়ন একে অপরের পরিপূরক। আন্তর্জাতিক বন্দর হিসেবে সমিতির সদস্যদের উপযুক্ত ও ন্যায্য পাওনাসহ মজুরির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির হোসেন, মো. কামরুল হাসান, নজরুল ইসলাম চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, মো. মজিদ, মো. ফারুক হোসেন, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।