সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক সংস্থার কার্যকরী কমিটি। শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুমোদিত সংগঠনটি চসিকের অবহেলিত শ্রমিকদের অধিকার আদায়ের স্বার্থে ১৯৬১ সালে যাত্রা শুরু করে।
প্রাচীনতম এ সংগঠনকে পুনরায় মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে ২৩ সদস্যের পুর্নগঠন করা হয়। এতে মেজবাহ উদ্দীন আহমেদ সভাপতি ও মোহাম্মদ আবু তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ইয়াছিন সোহেল ও সাজু মহাজন সহ–সভাপতি, ফাহিমুল হাসান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, ফয়েছুল আজাদ সহ–সাধারণ সম্পাদক, ইরফানুল হক সাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান প্রচার সম্পাদক, মেশকাতুল ইসলাম সমাজ সেবা সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জোমাদ্দার, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন হয়েছেন। কার্য নির্বাহী সদস্যরা হচ্ছেন– আব্দুল মতিন, ছেনোয়ারা বেগম, মোঃ মহিউদ্দীন, তৌহিদ ফারুক, আবু হানিফ, শাহ আলম, ঝর্ণা দাশ, কার্তিক দাশ, কৃষ্ণ দাশ, ওম প্রকাশ দাশ ও অর্পণ চাকমা। প্রেস বিজ্ঞপ্তি।