সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় ‘ঘৃণ্য’ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। গত রাতে হামলার পর এক বিবৃতিতে কাউন্সিলররা বলেন, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে নাশকতাকারীরা মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মাঝে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। একজন মুক্তিযোদ্ধার বাসায় এ ধরনের হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মূলত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে মেয়র রেজাউলের সাহসী নেতৃত্বে ভীত হয়ে নাশকতাকারীরা এ ঘৃণ্য হামলা চালিয়েছে। চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলররা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। কোন হামলায় ভীত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পিছপা হবে না।