ও আমাদের মেয়র
এটা আপনার শহর
আপনি হলেন এই শহরে
মস্ত এক ডাক্তার
শহরটাও আপনার রোগী
কিছু ঠিক নাই তার
হাজার হাজার সেবক আছে
শহর অপরিচ্ছন্ন
কাজীর গরু খাতায় আছে
গোয়াল যেমন শূন্য
রাস্তার ওপর মানুষ চলে
ফুটপাতে হকার
টাকায় দেয়া প্রভাব তাদের
নাই তো কিছু বলার
সড়কগুলোয় ফি বছরই
থাকে খানা–খন্দ
নগরলোকের ঘরবাড়ি সব
নয়তো কারো মন্দ
ফুটপাত থেকে হকার তোলেন
শহর হবে সুন্দর
টাকার অভাব হবে না তো
কারণ আছে বন্দর
আইন মানে না শহরবাসী
এটাও তাদের রোগ
জরিমানা করে দেবেন
থাকবে না দুর্ভোগ।
ও আমাদের মেয়র
এটা আপনার শহর
আপনাকে আগে করতে হবে
চসিকের সার্জারি
দেখবেন সেখানে বসে আছে
বড় সব কারবারি
ওষুধ দিবেন জায়গা মতো
ভালো হবে রোগ
ভালো থাকবেন আপনি মেয়র
ভালো থাকবে লোক।