অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে নগরের দুটি বেকারি ও একটি হোটেলকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাহাড়তলী কলেজ রোডস্থ মেম্বার হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফয়’স লেকস্থ ব্রেডকো বেকারিকে ৫৫ হাজার টাকা ও পাহাড়তলী নিউ শাহী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, দণ্ডিত হোটেল ও বেকারিতে পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্য প্রস্তুত এবং বিক্রির প্রমাণ পায় আদালত।