মেনিনজাইটিস টিকা নিয়ে বেবিচকের নির্দেশনা

সৌদি ভ্রমণ

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন। গতকাল সোমবার এসব নির্দেশনা বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্ট সংস্থা, সব হজ এজেন্সি, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশনার বিষয়টি সংবাদমাধ্যমেও পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন, তাদের জন্য সমপ্রতি মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে সৌদি কর্তৃপক্ষ। বেবিচকের চিঠিতে বলা হয়েছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়, দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন ও বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে সৌদিগামী ওমরাহযাত্রী ও ভিজিট ভিসায় যাওয়া ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিসের টিকা নিতে হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের পাঠানো নির্দেশনার বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোরের কাগজ বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে টপসয়েল কাটায় অর্ধলক্ষ টাকা জরিমানা