অবকাশপূর্ব প্রীতি সমাবেশ বিচার বিভাগের সাথে আইনজীবীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করে। পাশাপাশি মেধা, স্মৃতি ও স্বাস্থ্যের উন্নয়নও ঘটায় অবকাশ। গতকাল জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আয়োজিত অবকাশপূর্ব প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এ কথা বলেন। সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ।
বক্তারা বলেন, অবকাশকালীন প্রীতি সমাবেশ আইনজীবীদের কর্মদক্ষতা এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করবে। আইনজীবীরা একমাস পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে সম্পর্কের উন্নয়ন ঘটাবেন।
উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ জেবুননেছা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সারোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ ইমরান। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরাও। প্রীতি সমাবেশের ২য় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির সাংস্কৃতিক সম্পাদক মো. খোরশেদ আলম বেলালের সঞ্চালনায় ও পরিচালনায় গান পরিবেশন করা হয়। উল্লেখ্য, অবকাশের কারণে আগামী একমাস বন্ধ থাকবে চট্টগ্রামের আদালত। তবে বিচারিক হাকিম এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ কয়েকটি আদালতের কার্যক্রম চালু থাকবে।