বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তারা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। গত রবিবার বিকেলে পটিয়া সদরের একটি অডিটোরিয়ামে পটিয়া উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা পশ্চিমের (সাংগঠনিক) সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে পটিয়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মাহবুব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের প্রফেসর ড. ফখরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসলাম, শাহাজাহান মহিউদ্দীন, ফরমানুর রহমান জাহিন, আব্দুল হামিদ, মাষ্টার নাসির, আনোয়ার হোসেন, মুহাম্মদ জিহান, গাজী আবুল হাসনাত জুবায়ের, আবু সিদ্দীক, সিফাতউল্লাহ প্রমুখ।