মেধাশক্তি ও আইডিয়া বদলে দিতে পারে পৃথিবীকে

বিজিসি ট্রাস্ট ভার্সিটির অনুষ্ঠানে উপাচার্য

| বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির হাল্ট প্রাইজের সমাপনী ও পুরস্কার বিতরণ সায়েম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। সম্মানিত অতিথি ছিলেন রেজিষ্ট্রার ইনচার্জ ড. এসএম শোয়েভ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, সৈয়দ মোহাম্মদ, শামীম আব্দুল্লাহ, মোহাম্মদ নাজমুছ সাকিব, মোহাম্মদ ইসতিয়াক মইনুদ্দিন। সায়মা সিদ্দিকা স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক উম্মে সালমা হক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তিশা সাহা।

প্রধান অতিথি বলেন, বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়ত পৃথিবীতে বিভিন্ন আইডিয়া সহভাগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধিত হচ্ছে। আপনার মেধাশক্তি এবং নতুন উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে সমাজদেশপৃথিবীকে বদলে দিতে পারে। একজন উদ্যোক্তা হতে হলে বিভিন্ন আইডিয়া থাকতে হবে, তাহলেই তুমি একজন ভালো উদ্যোক্তা হতে পারবে।আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এই হাল্ট প্রাইজের সকল স্তরে নিজেদের মেধার স্বাক্ষর রেখে নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করুক। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন লাব্বি আহসান, জান্নাতুল ফেরদৌস মোহনা ও তাসপিয়া ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১শ ২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
পরবর্তী নিবন্ধবিদ্যুতের ফাঁদ নাকি খাদ্যে বিষক্রিয়া, মহেশখালীতে দুটি গরুর মৃত্যু