হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ গতকাল রবিবার প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নকল্পে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এবং এ প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যতই আপনাদেরকে ক্ষমতায়ন করতে চাই, যতই আপনাদেরকে সুবিধা দিতে চাই, আপনারা কোনোটাই নিতে পারবেন না যদি আপনারা নিজেদেরকে গড়ে তুলতে না পারেন। এই কষ্টটা আপনার নিজের করতে হবে ব্যক্তিগতভাবে। আমি মেধায় বিশ্বাসী না। আমি পরিশ্রমে বিশ্বাসী, পরিশ্রমই একমাত্র গুণ যেটা কখনোই বেঈমানি করে না। মেধার সাথে যদি পরিশ্রম না থাকে সেই মেধার কোনো দাম নাই।
প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক শামিমা আক্তার, শাহাদাত হোসেন, তৌহিদুল ইসলাম ও মো.হাসানের যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিদ্দিকী সোহেল, প্রতিষ্ঠানের সহ–প্রধান শিক্ষক সুদেব কুমার শীল, কলেজ কো–অর্ডিনেটর সুচিত্রা চৌধুরী, এডহক কমিটি শিক্ষক প্রতিনিধি শামীম আকতার, প্রতিষ্ঠাতা সদস্য গৌবিন্দ প্রসাদ মহাজন, সাবেক প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মো.জাকির হোসেন, গভার্নিং বডির সদস্য আবদুল মান্নান দৌলত, মো.জসিম উদদীন বাবুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ।












