গতি, ক্ষিপ্রতা, দক্ষতার যে সন্নিবেশ এত অল্প বয়সেই করেছেন লামিনে ইয়ামাল, তাতে মুগ্ধ সবাই। জাদুকর লিওনেল মেসির সাথেও তার তুলনা হয় হরহামেশা। সাবেক ইংলিশ তারকা ডেডিড বেকহ্যামও এবার ইয়ামালের প্রশংসায় হলেন পঞ্চমুখ। গোল, জাদুকরি মুহূর্ত বছরের পর বছর উপহার দিয়ে মেসি যে উচ্চতায় পৌঁছেছেন, যেভাবে একের পর এক জাতীয় দল ও ক্লাবকে শিরোপার উচ্ছ্বাসে ভাসিয়েছেন, সেই উচ্চতায় উঠতে ইয়ামালকে অবশ্য পাড়ি দিতে হবে অনেক পথ। তবে বার্সেলোনার এই ১৭ বছর বয়সী তরুণের মধ্যে সেই সামর্থ্যের স্ফুরণ দেখছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বেকহ্যাম। ‘আমার মতে, মেসির সঙ্গে কারো তুলনা চলে না। তবে আমার দেখা ফুটবলারদের মধ্যে সে মেসির খুব কাছাকাছি। আমার বিশ্বাস, একদিন সে লিওর মতো ভালো খেলোয়াড় হবে।’ সেরা হয়ে ওঠার বার্তা অবশ্য প্রতি ম্যাচেই দিচ্ছেন ইয়ামাল। আগামী রোববার লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোতেও দলের আক্রমণভাগের প্রাণভোমরা থাকবেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এই তরুণ এরই মধ্যে করেছেন ১৫ গোল, ২৪টি গোলে রেখেছেন অবদান। বার্সেলোনার হয়ে এই মৌসুমে জিতেছেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ; গত বছর জাতীয় দল স্পেনের হয়ে পেয়েছেন ইউরো জয়ের স্বাদও। ট্রান্সফার মার্কেটে তরতরিয়ে বাড়ছে ইয়ামালের দামও। ২০২৩ সাল থেকে বার্সেলোনার হয়ে খেলা এই ফরোয়ার্ডের এ মুহূর্তে আনুমানিক মূল্য ১৮ কোটি ইউরো।