‘মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে’

লায়ন ইমরান মেধাবৃত্তির পরীক্ষা সম্পন্ন

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

লায়ন মোহাম্মদ ইমরান মেধাবৃত্তি’২৩ এর পরীক্ষা কার্যক্রম গত শুক্রবার সম্পন্ন হয়েছে। সামাজিক সংগঠন ‘আপন’এর ব্যবস্থাপনায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ ইমরান।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টার এই পরীক্ষায় ৪র্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকেই তিনি বিশ্বকলোনীস্থ ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আকবরশাহ এবং ছিন্নমূল, সলিমপুরস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে চষে বেড়ান এবং শিক্ষকঅভিভাবকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা আগামতে দেশের নেতৃত্ব দিবে। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। নিজের বাবামা এবং পরিবারের জন্য গর্বের ধন হবে। লায়ন মোহাম্মদ ইমরানের মতে শিক্ষাব্যবস্থায় বাংলাদেশ অনেক এগিয়ে। মেধাবীরা সমাজ ও দেশের জন্য কাজ করে জাতিকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর চালিকাশক্তি হবে। পবিত্র ঈদুল আজহার পর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির টাকা প্রদান করা হবে। চট্টগ্রাম নগরী ও সীতাকুণ্ড উপজেলার প্রায় ৮০টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন কর্মকাণ্ডে লায়ন মোহাম্মদ ইমরানের সাথে অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক খসরু চৌধুরী, সাংবাদিক নুরউদ্দীন খান সাগর, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, সাজ্জাদুল কাদের, ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, সীভিউ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জামাল হোসেন, কৃষ্ণা চৌধুরী, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, হযরত কালুশাহ (রহ.) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সংগঠক রবিউল হক চৌধুরী, ইয়াছিন ভূইয়া, আপনের সহসভাপতি ফারজানা নাসরিন, যুগ্মসম্পাদক সামির হোসেন মোহনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক দায়িত্বরত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দৃষ্টিনন্দন আখতারুজ্জামান চৌধুরী চত্বর উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ