মেধাবী শিক্ষক দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির নবাগত শিক্ষকদের ট্রেনিং প্রোগ্রাম আইকিউএসি মিলনায়তনে আইকিউএসির পরিচালক ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করনের সভাপতিত্বে শুরু হয়েছে। ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব, ফ্যাসিলেটেটর ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া। প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবী শিক্ষকদের নিয়োগ প্রদান করে আসছে, যাতে সেই মেধাবী শিক্ষকদের মাধ্যমে আমরা দক্ষ মানব সম্পদ তৈরী করতে পারি। তাই সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং এর মাধ্যমে আমরা একজন দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাই। দেশে দক্ষ মানব সম্পদ তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিক্ষকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধজিনিয়াস আঁকা ও লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ