সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিই একজন শিক্ষার্থীর সফলতার মূল ভিত্তি। আজকের এই কৃতী ছাত্রীরা কেবল বিদ্যালয়ের নয়, গোটা দেশের গর্ব। তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতি বাংলাদেশের ভবিষ্যতকে আলোকিত করবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচএসসি–২০২৫ এর কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় সবসময় চমৎকার ফলাফল অর্জন করে আসছে। এটি সম্ভব হয়েছে শিক্ষক–শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তি ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণে। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য আমাদের সবার জন্য গর্বের।
মেয়র বলেন, আমাদের ছাত্রীরা আজ বিশ্বজুড়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। তবে আমি চাই তারা যেখানেই যাক, দেশকে যেন ভুলে না যায়। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান দেশে এনে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশপ্রেমই হবে তাদের মূল প্রেরণা। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অভাব, অনটন ও দুর্নীতি থাকবে না, মানুষ পাবে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। সেই বাংলাদেশ নির্মাণে আজকের এই মেধাবী প্রজন্মেরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আরিফ উল যাহান চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও কৃতী ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












