মেধস আশ্রমকে জাতীয় আশ্রম ঘোষণার দাবি

দক্ষিণ জেলা পূজা পরিষদের সংবাদ সম্মেলন

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

মেধস আশ্রমকে জাতীয় আশ্রম ঘোষণা ও হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় চারদিনের সরকারি ছুটিসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। লিখিত বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের পূজামণ্ডপে ডিজে পরিহার করে এবার সাত্ত্বিকতায় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করা হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি অরুপ রতন চক্রবর্তী, উত্তর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ, জিতেন কান্তি গুহ, পরিমল দেব, রতন বিশ্বাস, লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, উত্তর জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএস এম ছাইফ উদ্দিন
পরবর্তী নিবন্ধপিটুপি’র সাথে হাবিব তাজকিরাস, হ্যামার স্ট্রেন্থ ও উইন্ড অব চেইঞ্জের সমঝোতা স্মারক