মেডিক্যালের ভুল রিপোর্ট, চবিতে ভর্তি হতে ৯ মাস

ভোগান্তি শেষে দুই দৃষ্টিপ্রতিবন্ধীর স্বস্তি

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

মেডিক্যালের ভুল রিপোর্টের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দৃষ্টিপ্রতিবন্ধীর ভর্তি হতে লেগেছে প্রায় ৯ মাস। গত বছর অক্টোবরে ভর্তি পরীক্ষা দেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা দীর্ঘদিন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে এবং আন্দোলন করে সমপ্রতি ভর্তির অনুমতি পান। অবশেষে গত ২৭ জুলাই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় দুইজনের।
জন্মান্ধ হয়েও একে একে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করেছেন সোহেল রানা ও উৎস সিদ্দিকী নামের ওই দুই প্রতিবন্ধী। এরপর ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষায় পাস করলেও বিশ্ববিদ্যালয় মেডিক্যালের ভুলে ভর্তির সুযোগ হাতছাড়া হয় তাঁদের। মেডিক্যাল থেকে দৃষ্টিপ্রতিবন্ধীর স্বীকৃতি না পাওয়ায় শুরু হয় নিজেকে দৃষ্টিপ্রতিবন্ধী প্রমাণের চেষ্টা। যে বিড়ম্বনায় আগে কখনো পড়তে হয়নি তাদের। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার সব ধরনের নথি জমা দিয়েও যখন ভর্তির সুযোগ মিলছিল না, তখন ভর্তির দাবিতে আন্দোলনে নামেন তারা।
জানা যায়, গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করেন চবি শিক্ষার্থীরা। মানববন্ধনে এ বিষয়ে প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। মানববন্ধনে চবি প্রতিবন্ধী ছাত্রসমাজ, থার্ড আই এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মেডিক্যালের ভুল রিপোর্ট সংশোধন এবং এ বিষয়ে প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে প্রক্টর বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মানববন্ধনে তিন শিক্ষার্থীর ভর্তির দাবি জানানো হলেও ভর্তির সুযোগ পেয়েছেন দুইজন। এর মধ্যে সোহেল রানা ভর্তি হয়েছেন চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এবং উৎস সিদ্দিকী ভর্তি হয়েছেন সমাজতত্ত্ব বিভাগে। এ ছাড়া ভর্তির সুযোগ পাননি কাজিম উদ্দিন নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী। জানা গেছে, মেডিক্যালের সংশোধিত রিপোর্টে তিনজনই দৃষ্টিপ্রতিবন্ধী প্রমাণ হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে পিছিয়ে থাকায় প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে পারেননি কাজিম উদ্দিন। অপরদিকে ১৭ জনের প্রতিবন্ধী কোটা পূরণ হয়ে যাওয়ায় এ দুই শিক্ষার্থীকে বিশেষ সুযোগ দিয়েছে চবি কর্তৃপক্ষ।
ভর্তির সুযোগ পাওয়া সোহেল রানা বলেন, অবশেষে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটি আমার জন্য অনেক আনন্দের। বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আমাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। এ সময় যারা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল চেকআপের পর ডাক্তারের ভুল রিপোর্টে আমার স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছিলো। প্রথমদিকে ভেঙে পড়েছিলাম খুব। ঠিক তখনই আমার স্কুলের আল আমিন ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। চবি প্রতিবন্ধী ছাত্রসমাজের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। এছাড়া চবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কাজ করা ‘থার্ড আই’ এর প্রতিষ্ঠাতা মাসরুর ইশরাক ভাইয়ের সহযোগিতাও ছিল অনেকবেশি। এরপর যখন আমাদের পুনরায় মেডিক্যাল টেস্ট করানো হলো, তখন রিপোর্ট ঠিক মত আসায় তারা আরও তিনবার চেকআপ করেছিল। তিনবারই তাঁদের আগের রিপোর্টটি ভুল প্রমাণ হলো।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, প্রথমে মেডিক্যালের রিপোর্ট অনুযায়ী যেহেতু তারা দৃষ্টিপ্রতিবন্ধী প্রমাণিত হয়নি, তাই তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি। পরে পুনরায় তাদের চেকআপ করে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তারা ভর্তির যোগ্য প্রমাণিত হওয়ায় সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা ভর্তি প্রক্রিয়া সম্পন্নও করেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে এলো বস্তাভর্তি ইয়াবা
পরবর্তী নিবন্ধসেই নবজাতককে নিতে চায় বাপ্পীর পরিবার