মেডিকেল সার্টিফিকেট ক্যাপিটাল লেটারে লিখার নির্দেশ

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

টানা হাতের লিখা স্পষ্ট বুঝা যায় না, বিচার কার্যক্রম পরিচালনায় সমস্যা হয়। সেজন্য মেডিকেল সার্টিফিকেট (এমসি) ক্যাপিটাল লেটারে লিখতে ডাক্তারদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা। গতকাল শনিবার সিজিএম আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী। তিনি বলেন, অনেক সময় দেখা যায় এমসি দাখিলে সময়ক্ষেপণ হয়। এটা ঠিক না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় দ্রুত এমসি দাখিলে মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মান্নান, র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও কোর্ট) মোহাম্মদ আজিজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে মো. আবদুল গফুর, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুস ছালাম মিয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, অতিরিক্ত পিপি, এ পিপি ও সকল থানার অফিসার ইনচার্জ।

সভার শুরুতে বিচার কাজে অবদান রাখায় এবং বিচার কাজে সার্বিক সহযোগিতা করায় বিভিন্ন পর্যায়ে মনোনীত ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পিপি, সহকারী পিপি এবং আদালতের সহায়ক কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ নেতা লিয়াকত আলী খানকে স্মরণ
পরবর্তী নিবন্ধসৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ