মেডিকেল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন জরুরি

ঘাসফুলের ওয়েবিনারে বক্তারা

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

স্বাস্থ্যনীতির মূল নির্যাস হলো, সুস্বাস্থ্য উন্নয়নের হাতিয়ার। ঘাসফুল প্রতিষ্ঠাতা পরাণ রহমানের স্বাস্থ্য বিষয়ক দর্শন ছিলো, ভ্রুণ থেকে কবর পর্যন্ত। আমাদের স্বাস্থ্যসেবায় জরুরি মেরামত প্রয়োজন, স্বাস্থ্য ব্যবস্থায় পুনর্বিন্যাস প্রয়োজন। কোভিডকালীন পরিস্থিতি আমাদের স্বাস্থ্যসেবার ঘাটতিগুলো উন্মোচিত করেছে। আমাদের দেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় গত পঞ্চাশ বছরে কোনো সংস্কার হয়নি, সনাতনী শিক্ষা ব্যবস্থায় আধুনিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়। স্বাস্থ্যসেবায় দক্ষ জনবল তৈরি করতে মেডিকেল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন জরুরি। ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় ওয়েবিনারে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। স্বাগত বক্তব্য দেন, সিইও আফতাবুর রহমান জাফরী। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. এম এ ফয়েজ। আলোচক ছিলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান, চমেবির উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাঈল খান, ড. ফেরদৌস কাদরী, প্রফেসর ড. জয়নাব বেগম, ডা. সাদিয়া আফরোজ চৌধুরী, ডা. নিজামউদ্দিন আহমেদ, ডা. শাহিদা আক্তার, ডা. লুৎফর রহমান, জালাল উদ্দীন আহমদ, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ডা. ফারহানা শামীম, তাসনিম আবেদীন, মোহাম্মদ আলী শিকদার, মোস্তফা কামাল যাত্রা, আবদুল কাহহার, ড. মোহাম্মদ ফরিদুল আলম, অধ্যক্ষ মাহমুদা আক্তার, দিলোয়ারা ইউসুফ, আবদুল ওয়াদুদ, তাহমিনা আলম হীরা, মফিজুর রহমান, ড. খুরশিদ আলম, কবিতা বড়ুয়া, ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন ও ঘাসফুল নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ, ডা. সাকিব রহমান, ইয়াসমিন আহমেদ, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় মাত্র একজন আক্রান্ত
পরবর্তী নিবন্ধহোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে মসজিদ উদ্বোধন