মেডিকেল বন্ধ নয়, গুন্ডামী বন্ধ করার জন্য চট্টগ্রাম মেডিকেল প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানিয়েছেন চসিক সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। আর যারা মেডিকেল কলেজে ভর্তি হয় তারা চিকিৎসা পেশাকে মানবতার মহান ব্রত নিয়েই ক্যাম্পাসে প্রবেশ করে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, যে মেডিকেল কলেজে পড়ালেখা শেষ করে চিকিৎসক হওয়ার কথা সে মেডিকেল কলেজ আজ গুন্ডামীতে ভরপুর। আধিপত্য বিস্তারের নামে অথবা ঠুনকো বিষয় নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ রক্তাক্ত হচ্ছে বারবার। তিনি মহান রাব্বুল আলামিনেরর দরবারে আকিবের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












