প্রাকৃতিক দুর্যোগে স্বাস্থ্য বিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। একই সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী মজুদ নিশ্চিত করার কথাও বলা হয়েছে নির্দেশনায়। গতকাল সিভিল সার্জন কার্যালয়ের এক অফিস আদেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, দুর্যোগকালীন জনগণের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন ও উপজেলাভিত্তিক মেডিকেল টিম গঠনসহ অতি বৃষ্টি, ঝড় জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ডায়রিয়া/মহামারী নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধের বাফার স্টক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো। গঠিত মেডিকেল টিমের হার্ড/সফট কপি সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ নিশ্চিতের পাশাপাশি গঠিত প্রতিটি মেডিকেল টিমকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দিতেও বলা হয়েছে সিভিল সার্জনের অফিস আদেশে। এছাড়া অতি বৃষ্টির কারণে হাসপাতাল ও সংশ্লিষ্ট স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের স্টোর বা মালামাল যাতে পানিতে তলিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখার কথাও বলা হয়েছে চিঠিতে।
নির্দেশনার তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে বলেন, হাসপাতালগুলোতে মেডিকেল টিম গঠন করা থাকে। তবে এসব টিমের অনেকেই হয়তো অন্য স্থানে বদলি হয়ে থাকতে পারে, যার কারণে দুর্যোগের এই সময়ে টিমগুলো যাতে আপডেট করে প্রস্তুত রাখে, আমরা সেটাই বলেছি। পাশাপাশি পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাওয়ার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধসামগ্রীর স্টক নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি।












