মেডিকেল কলেজের নামে ১ একর জায়গার খতিয়ান হস্তান্তর

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নামে সরকারের পক্ষ থেকে ৪.২৬৩৭ একর জায়গা দীর্ঘমেয়াদী বন্দোবস্তী প্রদান করা হয়। উক্ত জায়গা থেকে সরকারী চাহিদা অনুযায়ী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নামে ১ একর জায়গা সরকারের ভূমি মন্ত্রনালয়ের অনুমোদনক্রমে নামজারীসহ রেজিষ্ট্রি প্রদান করা হয়। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়ার নিকট এই ১ একর জমির খতিয়ান হস্তান্তর করেন। উল্লেখ্য, ভূমিমন্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নামে উক্ত ১ একর জায়গা প্রতিকী মূল্যে হস্তান্তরের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য প্রতিকী মূল্যে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। শীঘ্রই উক্ত ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপিসহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার