মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গত সোমবার নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. গোলাম রাব্বানী জুয়েল (৪১) নোয়াখালীর সেনবাগের ৭ নং ইউপির উত্তর মোহাম্মদপুরের মৃত গোলাম মৌলা চৌধুরীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেহজাবিন আক্তার লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়ছে, আসামি মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়ার নামে ভুক্তভোগীর নিকট থেকে মোট ২৭ লাখ ৫৪ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। আসামি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে সাউদার্ন মেডিকেলে ভর্তি নিশ্চিত করার আশ্বাস প্রদান করে একাধিক ধাপে এই টাকা গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে আইনের আশ্রয় নেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী সেনবাগ এলাকা থেকে মো. গোলাম রাব্বানী জুয়েলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।












