মেডিকেলে ভর্তির আবেদন আজ শুরু

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

দেশের মেডিকেল কলেজগুলোতে ২০২৪২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। অনলাইনে এদিন সকাল ১০টা থেকে শুরু করে ২৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের ফি জমা দেওয়া যাবে ২৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা ১২ থেকে ১৪ জানুয়ারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নেবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি সকাল ১০টায়। ১০০ নম্বরের এই পরীক্ষা হবে এক ঘণ্টা। খবর বিডিনিউজের।

আবেদনের যোগ্যতা ও শর্ত : যোগ্যতা অনুযায়ী কেবল বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন। ২০২৩ বা ২০২৪ সালের এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ২০২১ সালের আগে এসএসসি, ও লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবদেন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে এইচএসসি উত্তীর্ণদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং ২০২৩২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৬ নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে। প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এসব পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে কমপক্ষে ৯। আদিবাসী ও পার্বত্য জেলার আদিবাসী বাদে অন্য প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সব আবেদনকারীর ক্ষেত্রে এইচএসসি, এ লেভেল বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম ৪ গ্রেড পয়েন্ট অবশ্যই ৪ অবশ্যই থাকতে হবে। মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০ নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে, কেউ একটি প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে, অর্থাৎ চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ