ঢাকার মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে জানিয়ে পুলিশ বলছে, এতে কেউ আহত না হলেও জানালার ক্ষতি হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে এ ঘটে বলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, রেলটি কাজীপাড়া ও শেওড়াপাড়া বরাবর আসতেই একটি ঢিল মেট্রোরেলের জানালায় পড়ে। যে স্থানে ঘটনা ঘটছে, সে স্থানে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে ধারণা করে তিনি বলেন, এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। ওসি হাফিজুর বলেন, মেট্রোরেল সবার কাছে একটি আবেগের জিনিস এবং মেট্রোরেলের নিরাপত্তা সবার আগে। এ ঘটনায় একটি মামলা হবে। খবর বিডিনিউজের।
এদিকে, মেট্রোরেলের নিরাপত্তায় ২৩১ সদস্য নিয়ে এমআরটি পুলিশ গঠনে গত ১১ এপ্রিল সচিব কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।