চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) পরিচালনা পর্ষদের ৫৪তম ভার্চুয়াল সভা গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান।
সভায় অংশগ্রহণ করেন সহসভাপতি এ.এম মাহবুব চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক আবুল বশর চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, আব্দুস সামাদ লাবু, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, লিয়াকত আলী চৌধুরী, হাজী এম.এ মালেক, আলহাজ্ব মোহাম্মদ শফি, এম. সোলায়মান এবং বিএসআরএম গ্রুপের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তপন সেনগুপ্ত। সভায় ব্যবসায়িক বিভিন্ন প্রতিবন্ধকতা এবং প্রতিকারসহ চেম্বারের ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে আলোচনা করা হয়। সিএমসিসিআই সহ-সভাপতি এ.এম মাহবুব চৌধুরীর সমাপনী বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।