মেট্রোপলিটন চেম্বারে বাংলাক্রাফটের প্রতিনিধিদলের মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) সভাপতি এস ইউ হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর সাথে সিএমসিসিআই কার্যালয়ে মতবিনিময় করেন। প্রতিনিধিদল আগামী ২৩২৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু বাংলাদেশচায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বোর্ড এবং বাংলাক্রাফটের উদ্যোগে আয়োজিত ৪র্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুট ও হ্যান্ডিক্রাফট্‌স ট্রেড ফেয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং উক্ত মেলায় অংশগ্রহণের জন্য চেম্বার পরিচালক এবং সদস্যদের আহ্বান জানান। মেলা আয়োজনে সিএমসিসিআইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসির ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধওটিটিতে কত টাকায় বিক্রি হলো ‘জওয়ান’?