কক্সবাজারের টেকনাফের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে উদ্ধার করা হয়েছে ২৩ কেজি গাঁজা।
আজ সোমবার (২৬ জুলাই) ভোর রাত ৩টার সময় এ অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
এ সময় আটক করা হয় ঘরের মালিক আব্দুর রহিম ও মাকিলা নামের রোহিঙ্গা দম্পতিকে।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন-এর ভ্রাম্যমাণ টহল দল আজ সোমবার ভোর রাত ৩টার দিকে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের ব্লক-এফ, শেড নম্বর-২১, রুম নম্বর-৬ এর বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের বসতঘরের দরজার পাশে মাটি খুঁড়ে মাটির নিচে থাকা ড্রামের মধ্যে ৩টি প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দিয়ে মোড়ানো ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩ কেজি গাঁজাসহ কুতুপালং ক্যাম্পের ব্লক-এফ, শেড নং-২১, রুম নং-৬ এর কাল্লু মিয়ার ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগমকে (২৬) আটক করা হয়।
পরে জব্দকরা গাঁজাসহ আটক রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্ করা হয়েছে বলেও জানান তিনি।