মেছো বিড়াল শাবকের ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ৯:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঠাঁই হয়েছে জেলার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হওয়া স্থানীয়দের মতে তিনটি মেছো বাঘ। তবে এসব প্রাণী মেছো বিড়াল বলে নিশ্চিত করেছেন পার্ক কর্তৃপক্ষ।

পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম গতরাতে দৈনিক আজাদীকে জানান, টেকনাফ বনবিভাগ কর্তৃক গত শনিবার উদ্ধারকৃত তিনটি মেছো বিড়ালের শাবক আজ (গতকাল) বিকেলে পার্কে হস্তান্তর করে। এ সময় ধারণা করা হয়উদ্ধারকৃত মেছো বিড়াল তিনটির বয়স আনুমানিক দশদিন হবে। বর্তমানে এসব বিড়াল সুস্থ রয়েছে। তাদেরকে পরিচর্যা করছে পার্কের সংশ্লিষ্ট কর্মী।

এই বিষয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের নিয়ন্ত্রণাধীন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, দেখতে অনেকটাই মেছো বাঘের মতো মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো মেছো বিড়ালের শাবক। টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা প্রবাসী মো. ইসমাইলের পরিত্যক্ত জায়গা থেকে শাবকগুলো উদ্ধারের পর চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। যাতে শাবকগুলো বড় হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষিজমি থেকে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধওরা এখন নিয়মিত বই পড়ে