মেঘ বন্ধু

আলমগীর কবির | বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

ও মেঘ বন্ধু বলবে তোমার আঁকার খাতা আকাশ?

স্বপ্নগুলো জমা করে রাখার খাতা আকাশ?

ভেসে ভেসে কই ছুটে যাও নতুন নতুন শহর,

কখনো হও আঁকাবাঁকা দুধ সাদা এক নহর।

আকাশ কোণে দাও ছড়িয়ে সাদা রঙের পালক,

তোমার দেশে চাই বেড়াতে সবুজ মাঠের বালক!

দস্যি ছেলের বুকে আছে আকাশ জয়ের সাহস,

মেঘ বলে যায় নিত্য ডাকি বন্ধু যদি না হস?

বন্ধু বলেই বৃষ্টি ঝরাই মাঠ নদী বন দূরে,

খুব মজা পাই ইচ্ছে ডানায় দেশে দেশে ঘুরে!

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মেয়রের সাথে বরিশালের মেয়রের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধআয়রে বৃষ্টি টাপুর টুপুর