মেঘ পালকে মা

বনশ্রী বড়ুয়া | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

তুমি কি মা মেঘের সাথে থাকো?

সন্ধ্যে হলেই সাঁঝ আকাশে ধ্রুবতারা আঁকো।

আমি তখন একলা ঘরে থাকি

ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি।

তুমি তো মা বুঝতে পারো সব

তবু কেন চুপটি করে থাকো?

দোহাই তোমার একটিবার কপালে চুমু আঁকো।

বুকের কাছে তৃষ্ণা জমা চোখের কোলে জল

মাগো, একটু ছায়া কোথায় পাবো বল?

মেঘের পালক মেখে আমি

আঁধার ঘরে রই

মাগো, তুমি হারিয়ে গেলে কই?

ভোর না হতেই চড়ুইছানা কিচিরমিচির ডাকে

মা পাখিটা তখন তাকে আঁচল দিয়ে ঢাকে।

আমারও মা ইচ্ছে করে

তোমার বুকের পরে মুখের পরে ছোট্ট ছানা হই।

পূর্ববর্তী নিবন্ধওরাও তো মানুষ
পরবর্তী নিবন্ধহিলিয়াম খামে প্রেম