মেঘ ডাকে আয় পাহাড়টাকে

সোমা মুৎসুদ্দী | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

মেঘ ডাকে আয় পাহাড়টাকে

খেলবো লুকোচুরি

নীল আকাশে মনের সুখে

খোকন উড়ায় ঘুড়ি।

চলছে খুকি মায়ের সাথে

দূরের সবুজ মাঠে

পুজো পুজো আমেজ নিয়ে

হাটুরে যায় হাটে।

নদীর বুকে উছলে পড়ে

ছলাৎ ছলাৎ জল

বিলে ঝিলে শাপলা ফুলের

হাসিটা ঝলমল।

কলমি লতার উদাস মনে

ডাঙর বেড়ে ওঠা

প্রজাপতির রঙিন ডানায়

কিশোর এমন ছোটা।

হাটের কথায় মাঠের কথায়

সোনার এদেশ জাগে

কোন বনে আজ বাজে বেণু

খুশির ছোঁয়া লাগে।

পূর্ববর্তী নিবন্ধপাখির স্বাধীনতা
পরবর্তী নিবন্ধচড়ুই পাখির দুষ্টুমি