মেঘ ছুটেছে

শেলীনা আকতার খানম | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:২৯ অপরাহ্ণ

রাশি রাশি হালকা তুলো

মেঘ ছুটেছে গাঁয়,

ফুল কুঁড়িরা ফুরফুরে বেশ

জলের নুপুর পায়।

 

ছোট্ট খুকীর দুই গালেতে

সুখের পরী হাসে,

ঝাপুর ঝুপুর জলছবিতে

চোখের তারা ভাসে।

 

পদ্ম ফোটা দীঘির জলে

ভাসছে রাজহাঁস,

লকলকিয়ে মাথা তোলে

কচি দূর্বা ঘাস।

পূর্ববর্তী নিবন্ধআরজুর কাকবন্ধু
পরবর্তী নিবন্ধতরুণ মাঝি