মেঘের রাজ্য সাজেকের সব কটেজে শতভাগ বুকিং

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

মেঘের রাজ্য নামে খ্যাত রাঙামাটির সাজেক পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। সবুজে ঘেরা পাহাড়সহ শীতের সময় কুয়াশার চাদরে ঢেকে থাকা চারপাশ দেখতে পর্যটকরা পাড়ি জমান এ জনপদে। এ কারণে সারা বছরজুড়ে সাজেকে থাকে পর্যটকের ভির। তবে এবার সাপ্তাহিক ছুটি ও বড় দিন মিলে টানা তিন দিনের বন্ধে থাকায় সাজেকের সব কটেজ প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে বলে রিসোর্ট মালিক সূত্রে জানা গেছে।

সাজেক মোনো আদাম রিসোর্টের ম্যানেজার সুফল চাকমা বলেন, টানা ছুটিতে আমাদের রিসোর্টে আগাম ২৩ ও ২৪ তারিখে সব রুম বুকিং রয়েছে। কোনো রুম আর খালি নেই। সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা বলেন, আমাদের রিসোর্টে ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত সব রুম অগ্রিম বুকিং হয়ে আছে। এখনো বুকিংয়ের জন্য অনেকে ফোন দিচ্ছে। সাজেক কুড়েঘর রিসোর্টের ব্যবস্থাপক জোথান ত্রিপুরা বলেন, আগামী রবিবার পর্যন্ত আমাদের রুম বুকিং আছে। সাজেক রিসোর্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, আমাদের এখানে ১১২টি রিসোর্ট রয়েছে। এগুলোতে ১৭০০ থেকে ১৮০০ পর্যটক থাকা সম্ভব। আমরা কোনো
পর্যটককে নিরাশ করি না। তাই আশা করি টানা এ ছুটিকে আমরা সামলে নিতে পারবো। পর্যটকদের স্বাগত জানাতে আমরা সার্বিকভাবে প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যের ওষুধে টান
পরবর্তী নিবন্ধপ্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩