মেঘের আড়ালে

বিদ্যুৎ কুমার দাশ | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চাঁদের রূপ আঁধার কেটে আসে

অপূর্ব জোয়ার ভাটার খালে।

ঘন কালো মেঘে মেঘে ভাসে

শরীর ঢাকা জ্যোৎস্না জলে।

সোনালি রূপালি পথে এসে

কে ডুবসাঁতার চিৎ সাঁতারে খেলে?

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হাসে

কীভাবে আলোর বাতিঘর মেঘের আড়ালে।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধএই ধূলো