মেঘলা মুক্তার ‘পায়ের ছাপ’

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

এক নারীর শেকল ভাঙার সংগ্রাম ও সফলতার গল্পে নির্মিত চলচ্চিত্র ‘পায়ের ছাপ’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মিজান মুক্তা, যিনি এর আগে দক্ষিণ ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয় করেছেন। তবে বাংলাদেশে এটাই তার প্রথম সিনেমা।

মেঘলা মুক্তা বলেন, দেশের দর্শক প্রথমবার আমার কাজ দেখতে যাচ্ছে। এ নিয়ে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে আমার মধ্যে। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি। প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন ২৩ ডিসেম্বর ‘পায়ের ছাপ’ মুক্তির খবর দিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে পায়ের ছাপ সিনেমায়। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবেন। খবর বিডিনিউজের।

‘পায়ের ছাপ’ সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্র পেয়েছে বলে তিনি জানান।

মেঘলা বলেন, আমাদের সমাজের একজন নারীর স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্পই পায়ের ছাপ। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষশাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে এই সিনেমায়। তিনি বলেন, আমার বিশ্বাস, পায়ের ছাপ একটি পরিপূর্ণ ছবি, যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।

মেঘলা মুক্তা দেশে ‘কাঠগোলাপ’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়া তেলেগুতে তার আরও কয়েকটি সিনেমায় কাজ করার আলোচনা চলছে বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘১০০ কোটি পারিশ্রমিক নেওয়া নায়কেরা সিনেমার ক্ষতি করছেন’
পরবর্তী নিবন্ধ১৭ ডিসেম্বর থেকে শিল্পকলায় শুরু হচ্ছে গ্রুপ থিয়েটার উৎসব