মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ দর কষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারণী নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একমাত্র সংগঠন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং ঃ বি-১৮৩৩ ‘হারিকেন’ প্রতীক নিয়ে বিপুল সংখ্যক ভোট পেয়ে সিবিএ নির্বাচিত হয়।
নানা প্রতিকূলতা অতিক্রম করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চট্টগ্রামসহ সারাদেশের শ্রমিক-কর্মচারীবৃন্দ সর্বোচ্চ সংখ্যক ভোট প্রদান করে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নংঃ বি-১৮৩৩ কে সিবিএ নির্বাচিত করায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি সাদিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।