মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

নগরের ইপিজেডে মো. গোলাম ফারুক নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ইপিজেড থানা পুলিশ সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গোলাম ফারুক বোয়ালখালী উপজেলার মৃত রুহুল আমীনের ছেলে। তিনি জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শাখা কমিটির সহসভাপতি এবং মেঘনা পেট্টোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের অর্থ, দপ্তর ও প্রচার সম্পাদক। ইপিজেড থানা পুলিশ জানায়, মো. গোলাম ফারুক নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেঘনা পেট্টোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের অর্থ ও দপ্তর সম্পাদক। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপির ছেলে কারাগারে
পরবর্তী নিবন্ধ‘৩১ দফার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে’