হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে উপ–নির্বাচনে ৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮নং মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সাবেক ইউপি সদস্য মো. মহিসিন প্রতীক পেয়েছেন (বৈদ্যুতিক পাখা), সৈয়দ মইনুল হক (ফুটবল), সৈয়দ নাজিম উদ্দীন প্রকাশ হাবিব (আপেল), আবুল হোসেন ভুট্টু (তালা), সৈয়দ মো. নেজাম উদ্দীন পেয়েছেন (টিউবওয়েল) প্রতীক। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সবাইকে আচরণ বিধিমালা অবহিত করা হয়েছে। সবাইকে বিধিমালা মেনে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, উক্ত ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মো. বেলাল উদ্দীন গত ২ মাস পূর্বে পদত্যাগ করলে পদটি শূন্য হওয়ায় পুনরায় এই উপ–নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।












