মেখল ইউনিয়নে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে কর্মশালা

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

রিইন্ট্রিগ্রেশন অব মায়গ্র্যান্ট ওয়ার্কাস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরন বিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন এন্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার চট্টগ্রামের উদ্যোগে এবং সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে আয়োজন করা হয় উক্ত ইউনিয়ন কর্মশালাটি। কর্মশালার মাধ্যমে সমাজের বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদেরকে অভিবাসন বিষয়ে তথ্য প্রদান করা হয়। নিজ পরিবার এবং এলাকায় ফেরত অভিবাসীদের জন্য তাদের করণীয় সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা প্রদান করা হয়। কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গনাইজার এস এম শাহ্‌ আরমান এবং সাইকো সোস্যাল কাউন্সিলর নুসরাত মাহমুদ রিমকি।

সম্পূর্ণ প্রজেক্ট এক্টিভিটি তুলে ধরে অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট কর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্রবীণ শিক্ষক জহুর লাল দেবনাথ। আমন্ত্রিত অতিথি ছিলেন মুফতি ইমরান শিকদার, কল্পতরু কেশবদাশ ব্রক্ষাচারী। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সৈয়দ নিজাম উদ্দীন সহ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর কোনো রাতের ভোট হতে দেওয়া যাবে না
পরবর্তী নিবন্ধহিমালয়ের আমা দাবলাম চূড়ায় এবার তানভীর