মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানা থেকে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো শহরের একটি গুদাম পর্যন্ত নির্মিত গোপন সুড়ঙ্গ আবিষ্কার করেছেন মার্কিন কর্মকর্তারা। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, মাদক চোরাচালানের জন্য নির্মিত ৫৩২ মিটার দীর্ঘ সুড়ঙ্গটিতে রয়েছে একটি লিফট, রেল লাইন, বায়ু চলাচল ব্যবস্থা ও বিদ্যুৎ। খবর বাংলানিউজের।
মাটির ৭০ ফুট নিচে সুড়ঙ্গটির উচ্চতা ৫ দশমিক ৫ ফুট এবং প্রস্থ ২ ফুট। তবে সান দিয়েগোর যে স্থানে সুড়ঙ্গটি আবিষ্কৃত হয়েছে সেখানে গত দুই দশকে এক ডজনেরও বেশি সুড়ঙ্গ পাওয়া গেছে।