মেক্সিকোয় ৩৭ বাংলাদেশিসহ ৬শ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মেক্সিকোর পূর্বাঞ্চলে দুটি ট্রেইলার ট্রাকের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় বাংলাদেশিসহ ১২টি দেশের ৬০০ অভিবাসন প্রত্যাশীকে পাওয়া গেছে। শুক্রবার ভেরাক্রুজ রাজ্যে এদের পাওয়া যায় বলে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট শনিবার জানিয়েছে। খবর বিডিনিউজের।
যাদের পাওয়া গেছে তাদের অধিকাংশই মেক্সিকোর প্রতিবেশী দেশ গুয়াতেমালার বাসিন্দা। আইএনএম জানিয়েছে, আটকদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের এবং আট জন কিউবার। পাশাপাশি ঘানার ছয়জন, ভেনেজুয়েলার চার, একুয়েডরের চার, ভারতের এক ও ক্যামেরুনের একজন আছেন। ইনস্টিটিউটটি জানিয়েছে, এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। আটকদের হয় নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা মেঙিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধখালেদার লিভার সিরোসিসের খবর সঠিক নয়, বলছেন ব্যক্তিগত চিকিৎসক
পরবর্তী নিবন্ধবিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক : তথ্যমন্ত্রী