মেক্সিকোর আন্দ্রে মেজা মিস ইউনিভার্স

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

৭৩ জন দূরন্ত প্রতিযোগীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত বিশ্বসেরা সুন্দরী নির্বাচিত হলেন মেক্সিকোর আন্দ্রে মেজা। ২০২১ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন তিনি। আন্দ্রে মেজা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণেও কাজ করছেন। এ আয়োজনের ৬৯তম আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। প্রায় তিন ঘণ্টা ধরে টেলিভিশনে সমপ্রচার করা হয় এই অনুষ্ঠান। সাবেক মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি আন্দ্রের মাথায় মুকুট পরিয়ে দেন। ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন ক্যাসেলিনো তৃতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন। মিস ইউনিভার্সের টুইটার পেজে শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের ঝলক। মিস ইউনিভার্স ২০১৫ পিয়া আলোনজো ওয়ার্টসবাচ আন্দ্রেকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, শুভেচ্ছা মেজা! আমাদের নতুন মিস ইউনিভার্স, তোমার নতুন জার্নিটা দেখার জন্য অপেক্ষা ধরে রাখতে পারছি না। শুভেচ্ছা মেক্সিকো। মেক্সিকো এ নিয়ে তিনবার মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলো। এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে মিস ইউনিভার্স হয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক রোজিনা গ্রেপ্তার, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা
পরবর্তী নিবন্ধহিউম্যান রাইটস ওয়াচ ফিলিস্তিনে মানবাধিকার লংঘন ‘ওয়াচ’ করে না