মেকাপ সেকাপ লাইফস্টাইল এন্ড ফ্যাশন এক্সপো উদ্বোধন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হয়েছে তিনদিনব্যাপী মেগা ইভেন্ট মেকাপ সেকাপ লাইফস্টাইল এন্ড ফ্যাশন এক্সপো-২০২২। গতকাল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এসময় তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে এক্সপো উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিসন ব্লু বে ভিউ চট্টগ্রামের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলী আবরাহা দুলাল, তিলোত্তমা চট্টগ্রামের কর্ণধার সাহেলা আবেদীন, মেজর হুমায়ুন কবির এবং বিউটি বাফেটের কর্ণধার ইসরাত জাহান ইভা। মেকআপ সেকাপ বাই জুহি চৌধুরীর আয়োজনে মেগা ইভেন্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিউটি বাফেট, পাওয়ারড বাই আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর এবং কো-পাওয়ারড বাই রূপা ফ্যাশনস। এক্সপো চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত। এক্সপোতে মেয়েদের সাথে দেশি-বিদেশি সব কালেকশন নিয়ে ছেলেদের জন্যও ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তাদের ৬০টির বেশি স্টল অংশগ্রহণ করেছে। এক্সপোর প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে জাফরিনস আর্টিস্ট্রি, গোল্ড স্পন্সর জ্যোতি’স কেয়ার অরগেনিক বাই আফসারি ফ্যাশন হাউস, সিলভার স্পন্সর এরিস্টোক্রেটিক স্টাইল, স্কিন কেয়ার পার্টনার বিডি বিউটি গ্ল্যামারাস, কো-স্পন্সর পারিজা’স ক্লোজেট, সাপোর্টেড বাই ডেকোরেলা, বিউটি পার্টনার মিতা রহমান স্কিন কেয়ার, ইভেন্ট পার্টনার হিসেবে সহযোগিতায় রয়েছে উই এন্ড মোমেন্টো ইভেন্টস, ফটোগ্রাফি পার্টনার হিসেবে আর্টল্যান্ড, মিডিয়া পার্টনার চট্টলা টিভি, ডিজিটাল মিডিয়া পার্টনার আউয়ার ক্যানভাস, সিনেমেটোগ্রাফি পার্টনার মাস্টার অব চট্টগ্রাম, ডেজার্ট পার্টনার ওয়েল স্টুডিও, স্ট্রেটেজিক ডিজিটাল মার্কেটিং পার্টনার টপ-নচ ডিজিটাল ও ডেলিভারি পার্টনার ডেলিভারি এক্সপার্ট বিডি।

পূর্ববর্তী নিবন্ধঅনাবাদী জমিতে আমন চাষ, ভালো ফলন
পরবর্তী নিবন্ধকরসেবা কার্যক্রম পরিদর্শন করলেন রাজস্ব বোর্ড সদস্য