মেইলের জবাব গৃহীত হলো না, প্রার্থী বা প্রতিনিধিকে সশরীরে এসে জবাব দিতে হবে

চন্দনাইশে বিএনপির প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম। গত শুক্রবার রাতে এ নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ উপজেলার খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী মাহফিলে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্যে ব্যক্তিগত উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামতসহ উন্নয়ন কাজ করার ঘোষণা প্রদান করেন। উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে। নির্বাচনী আচরণবিধি বহির্ভূত কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন প্রচলিত আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার আদেশ প্রদান করা হলো।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। নোটিশ পাওয়ার পর তিনি মেইলে নোটিশের জবাব দিয়েছেন। ভবিষ্যতে আর করবেন না বলে জানিয়েছেন। আমি বলেছি, মেইলে জবাব দিলে হবে না। আপনি অথবা আপনার প্রতিনিধিকে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। রোববার হয়তো উনি অথবা উনার প্রতিনিধি উপস্থিত হয়ে জবাব দেবেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিএনপির দুই প্রার্থী নিয়ে অস্বস্তিতে নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে যুবককে গুলি করে হত্যা