মৃন্ময় গ্যালারির ‘লার্ন ফটোগ্রাফি’কোর্স প্রসঙ্গে

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

আলোকচিত্রের মৌলিক প্রশিক্ষণ কোর্স ‘লার্ন ফটোগ্রাফি’ আগামী ১৬ জানুয়ারি থেকে মৃন্ময় আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে। মাসব্যাপী এ কোর্সে আলোকচিত্রের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

একজন শিক্ষার্থীকে আলোকচিত্রের মৌলিক বিষয়ে দক্ষ করে তুলতে এই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে আলোকচিত্রের ইতিহাস ও বিবর্তন, ক্যামেরা ও লেন্সের কারিগরি পরিচিতি, ফটোগ্রাফিতে আলোর সঠিক ব্যবহার ও এক্সপোজারের সৃজনশীল প্রয়োগ, কম্পোজিশন এবং নান্দনিকতা, ডিজিটাল এডিটিং, আউটিং এবং ফটো অ্যানালাইসিস। কোর্স পরিচালনা করবেন আলোকচিত্রী ও চিত্রচিন্তা সম্পাদক আহমেদ রাসেল। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৯৮৪১৯৪৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদীর (রহ.) বার্ষিক ওরশ কাল
পরবর্তী নিবন্ধতদন্তে ৭ সদস্যের কমিটি